• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সেলাই উপকরণ বিতরণ 


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০৩:৫৮ পিএম
প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সেলাই উপকরণ বিতরণ 

মাগুরায় প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন নারীকে নকশীকাঁথা সেলাইয়ের উপকরণ বিতরণ করা হয়েছে।

দুই সপ্তাহ প্রশিক্ষণ শেষে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সেলাইয়ের কাজে ব্যবহারের জন্য এ উপকরণ দেওয়া হয়।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপকরণ বিতরণ করেন। 

স্বেচ্ছাসেবী সংস্থা ‘অংগন নারী ও শিশু উন্নয়ন সংস্থার’ কলেজপাড়াস্থ অফিস কার্যালয়ে এ উপকরণ বিতরণ করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সংস্থার নির্বাহী পরিচালক কাজী জেনিস ফারজানা প্রমুখ।

জানা যায়, মাগুরার সুবিধাবঞ্চিত নারীদের ‘অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের জন্য আয় ও কর্মসংস্থান বৃদ্ধি’ কর্মসূচির আওতায়-জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় স্বেচ্ছাসেবী অংগন নারী ও শিশু উন্নয়ন সংস্থা এটি পরিচালনা করছে।

Link copied!